ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুর্নবহালের সিদ্ধান্ত প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা চারুকলায় পুড়লো ফ্যাসিস্টের প্রতিকৃতি, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ কমিশনারের জাপানে ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন জাপানসহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের উদ্যেগ নেয়া হয়েছে-ড. আসিফ নজরুল গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল কারাগারে, এলাকায় মিষ্টি বিতরন আমাদের শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই : ট্রাম্প শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পের কাছে ড. ইউনুসের চিঠি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কারাগারে মার্চে ৩২৯ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স

চারুকলায় পুড়লো ফ্যাসিস্টের প্রতিকৃতি, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ কমিশনারের

  • আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 9
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

প্রবাসী কণ্ঠ ডেস্ক :

 

এ বছর বাংলা নববর্ষের শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, আজ সকালে রহস্যজনক আগুনে ‍পুড়ে গেছে মোটিফটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়েছে কে বা কারা (দুর্বৃত্তরা)। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ ও চারুকলার শিক্ষার্থীরা মনে করছেন, পরিকল্পিতভাবে আগুনে পোড়ানো হয়েছে মোটিফটি। এই ধরনের প্রতিকৃতি দু’একদিনে তৈরি করা যায় না বলেও চারুকলার শিক্ষার্থীরা জানিয়েছেন।

আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় চারুকলার ভেতরে গিয়ে দেখা যায়— শামিয়ানা টানানো একটি স্থানে পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা হচ্ছে। সেখানে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি রাখা ছিল সেটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া শান্তির প্রতীক পায়রাটিও আগুনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাঘ আকৃতির প্রতিকৃতিটির লেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার বিষয়ে চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে কখনো এই ধরনের ঘটনা চারুকলাতে ঘটেনি। তাদের দাবি এই ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।

অনেকটা একইরকম সন্দেহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদেরও। ফেসবুকে তিনি লিখেছেন— চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলায় ফ্যাসিবাদের ডিপ রুটেড অ্যাসোসিয়েশন এখনো থেকে গেছে। এজন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

চারুকলার শিক্ষার্থী আবির বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের কাজ চলছিল। এমন ঘটনা ঘটতে পারে আমরা এটা চিন্তাই করিনি। টার্গেট করে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ চলে গেলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। এটা তাদেরই কাজ নিঃসন্দেহে।

চারুকলার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আমরা গত একমাস ধরে এই প্রতিকৃতিটি তৈরি করতে কাজ করে আসছি। আমাদের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছিল। এই ধরনের প্রতিকৃতি ২/১ দিনে তৈরি করা যায় না। এ বিষয়ে এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের সন্দেহ পতিত সরকারের দোসররা এই কাজ ঘটাতে পারে।

চারুকলার শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দুর্বোত্তরা।

আজ দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দু’এক মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যান। পুলিশ থাকতে এমন ঘটনা কীভাবে ঘটলো— সাংবাদিকরা বারবার এমন প্রশ্ন করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি ডিএমপি কমিশনার।

তার আগে সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভোর ৫টার কিছু আগে এ ঘটনা ঘটেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিত এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে জানতে পারব।

প্রাথমিকভাবে ধারণা করা যায়, ফ্যাসিবাদী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পুড়েছে। যারা মোটিফটি পছন্দ করে না তারাই করেছে, এটা অনুমান করে বলা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চারুকলায় পুড়লো ফ্যাসিস্টের প্রতিকৃতি, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ কমিশনারের

আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

 

প্রবাসী কণ্ঠ ডেস্ক :

 

এ বছর বাংলা নববর্ষের শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, আজ সকালে রহস্যজনক আগুনে ‍পুড়ে গেছে মোটিফটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়েছে কে বা কারা (দুর্বৃত্তরা)। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ ও চারুকলার শিক্ষার্থীরা মনে করছেন, পরিকল্পিতভাবে আগুনে পোড়ানো হয়েছে মোটিফটি। এই ধরনের প্রতিকৃতি দু’একদিনে তৈরি করা যায় না বলেও চারুকলার শিক্ষার্থীরা জানিয়েছেন।

আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় চারুকলার ভেতরে গিয়ে দেখা যায়— শামিয়ানা টানানো একটি স্থানে পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা হচ্ছে। সেখানে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি রাখা ছিল সেটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া শান্তির প্রতীক পায়রাটিও আগুনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাঘ আকৃতির প্রতিকৃতিটির লেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার বিষয়ে চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে কখনো এই ধরনের ঘটনা চারুকলাতে ঘটেনি। তাদের দাবি এই ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।

অনেকটা একইরকম সন্দেহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদেরও। ফেসবুকে তিনি লিখেছেন— চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলায় ফ্যাসিবাদের ডিপ রুটেড অ্যাসোসিয়েশন এখনো থেকে গেছে। এজন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

চারুকলার শিক্ষার্থী আবির বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের কাজ চলছিল। এমন ঘটনা ঘটতে পারে আমরা এটা চিন্তাই করিনি। টার্গেট করে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ চলে গেলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। এটা তাদেরই কাজ নিঃসন্দেহে।

চারুকলার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আমরা গত একমাস ধরে এই প্রতিকৃতিটি তৈরি করতে কাজ করে আসছি। আমাদের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছিল। এই ধরনের প্রতিকৃতি ২/১ দিনে তৈরি করা যায় না। এ বিষয়ে এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের সন্দেহ পতিত সরকারের দোসররা এই কাজ ঘটাতে পারে।

চারুকলার শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দুর্বোত্তরা।

আজ দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দু’এক মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যান। পুলিশ থাকতে এমন ঘটনা কীভাবে ঘটলো— সাংবাদিকরা বারবার এমন প্রশ্ন করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি ডিএমপি কমিশনার।

তার আগে সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভোর ৫টার কিছু আগে এ ঘটনা ঘটেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিত এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে জানতে পারব।

প্রাথমিকভাবে ধারণা করা যায়, ফ্যাসিবাদী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পুড়েছে। যারা মোটিফটি পছন্দ করে না তারাই করেছে, এটা অনুমান করে বলা যায়।