রেলওেয়ের নতুন ডিজি আফজাল হোসেনের দায়িত্ব গ্রহন
- আপডেট সময় : ০১:৪৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / 19
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক মো. আফজাল হোসেন গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং বিদায়ী ডিজি সরদার সাহাদাত আলীর সংবর্ধনা উপলক্ষ্য গতকাল বিকেলে বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সকল অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ রেলপথ মন্ত্রনালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ হিসাবে পরিচিত নতুন মহাপরিচালক মো. আফজাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরআগে বাংলাদেশ রেলওয়ের বিদায়ী মহাপরিচালক সরদার সাহদাত আলীকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল (৮ ডিসেম্বর) থেকে তিনি অবসর-উত্তর ছুটিতে (এলপিআর) গেছেন।
উল্লেখ্য নিয়োগ পাওয়ার আগে বাংলাদেশ রেলওয়েকে আগামীকে আরো কিভাবে লাভজনক এবং গলিশীল প্রতিষ্ঠানে পরিনত করা যায়, সেই ব্যাপারে আফজাল হোসেন তার নানা অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা রেলপথ মন্ত্রনালয় সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরেন। তার দেয়া পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে অন্তবর্তীকালীন সরকার তাকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রেলভবন সংশ্লিষ্ট সুত্রগুলো থেকে জানা গেছে।