হোয়াইট হাউস দখলের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় :
০১:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 63
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঢাকা পোস্টের লাইভ ব্লগে স্বাগত। আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। বিশ্বের প্রভাবশালী এই দেশের নির্বাচনের খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন…
ট্রাম্পের দখলে জর্জিয়া, সম্ভাবনা কমছে কমালার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে এই জর্জিয়া।
এতে করে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের পথ আরও সরু হয়ে গেল।
ট্রাম্পের ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ প্রত্যাখ্যান ফিলাডেলফিয়ার
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় ভোটগ্রহণে ব্যাপক কারচুপির যে অভিযোগ করেছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছেন শহরটির কর্মকর্তারা। সেই সঙ্গে ট্রাম্পের অভিযোগকে ‘ভিত্তিহীন’, ‘অসত্য’ ও ‘বন্য’ বলেও উল্লেখ করেছেন তারা।
ট্রাম্প এই বার্তা দেওয়ার কিছুক্ষণ পর ফিলাডেলফিয়ার প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি) ল্যারি ক্রাসনার সাংবাদকিদের বলেন, “এটি পুরোপুরি ভিত্তিহীন, বন্য একটি অভিযোগ। এ অভিযোগের পক্ষে যদি কোনো তথ্য-প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের কাছে থাকে, আমরা এখনই তা দেখতে চাই।”
ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় জিতলেন ট্রাম্প
প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে নর্থ ক্যারলিনা। আর সেখানেই রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
নর্থ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টিতে।
অন্যদিকে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ওরেগন অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। মার্কিন এই অঙ্গরাজ্যটিতে তার জয় প্রত্যাশিতই ছিল। এর ফলে তার ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়াল ১৮৭টিতে।
নিউইয়র্কে জয় পেলেন কমালা হ্যারিস, টেক্সাসে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে বিজয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মূলত জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনো কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে।
ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।
এর মাধ্যমে ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ৯৫টি এবং হ্যারিস ৩৫টি ইলেক্টরাল ভোট পেলেন।
পশ্চিম ভার্জিনিয়ায় ট্রাম্পের জয়
কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জয়ের পর পশ্চিম ভার্জিনিয়াতেও জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ।
কেন্টাকি-ইন্ডিয়ানায় ট্রাম্প, ভার্মন্টে কমালার জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্যা নির্বাচন হয়।
শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি শেষের দিকে চলে এসেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব রাজ্যে শেষ হবে ভোটগ্রহণ। সবার প্রথমে ক্যান্টাকি ও ইন্ডিয়া রাজ্যের ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়। আর এখান থেকেই আসা শুরু করে ভোটের ফলাফল।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে কারচুপির ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তবে তিনি কোথা থেকে কারচুপির তথ্য পেলেন সেটি নিশ্চিত নয়।
পৃথিবী থেকে শত হাজার মাইল দূরে মহাকাশে অবস্থান করছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একাধিক মার্কিন নভোচারী। তারা কী মহাকাশ থেকে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে পারেন? উত্তর হলো হ্যাঁ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়। এই সময়ের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। তাদের একজন ইমাদ আসুফি। ডিয়ারব্রোনের বাসিন্দা এই আরব আমেরিকান জানিয়েছেন তিনি তার ভোটটি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
নিউজটি শেয়ার করুন