আসামে বাংলাদেশি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / 602
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়ে বলেছেন, করিমগঞ্জ জেলায় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আসামের করিমগঞ্জ, কাছাড়, ধুবরি এবং দক্ষিণ সালমারা-মানকাচর জেলাগুলোর সাথে বাংলাদেশের ২৬৭ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখব। বাংলাদেশি ওই নাগরিকের নাম মুস্তাকিন ইসলাম বলে জানিয়েছেন তিনি।
এর আগে, আসাম পুলিশের ডিজিপি জি পি সিং বলেছিলেন, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক নন এমন যেকোনও ব্যক্তির ভারতে প্রবেশ ঠেকাতে রাজ্য পুলিশ এবং বিএসএফ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে বাংলাদেশ থেকে ভারতীয় পাসপোর্টধারীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন














