ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই 

  • আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 49
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ

হাটহাজারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে একটি লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৮ অক্টোবর) বেলা ১ টার দিকে পৌরসভার মুরগীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে উল্লেখিত স্থানের ইসলামিয়া মেট্রেস নামক লেপতোষকের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে পাশের আবুল কালাম হার্ডওয়ার নামক প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ইসলামিয়া মেট্রেস নামক দোকানটির সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এবং পেছনের থাকা তাদের দোকানের গোডাইনে রক্ষিত মালামাল আগুনে পুড়ে প্রচুর ক্ষয়-ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা জানান, অগ্নিকান্ডে তাদের অন্তত ১৫/২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ঘটনাস্থলে ছুটে যান।

ক্ষতিগ্রস্ত দোকানের আশেপাশের লোকজন জানায়, দোকান কর্মচারীদের অবহেলার কারনে হযতো এ ঘটনা ঘটেছে। তারা বলেন প্রায় প্রতিবছরই উল্লেখিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও মানুষ সচেতন হয়না। যেখানে দোকানগুলো তৈরী করা হয়েছে ওটা একটা প্রাচীন দিঘীর পাড়। দিঘীর পাড়ে ছিলো কবরস্থান। দিঘী ভরাট করে দোকান আর পাড়ের সেই কবরস্থান নিশ্চিহ্ন করে গড়ে তোলা হযেছে বড় বড় দালান ও ব্যবসা প্রতিষ্ঠান, দোকানঘর।

এ অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি। উৎসুক জনতার ভিড়ের কারনে আগুন নিযন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান এ প্রতিবেদককে বেলা ২ টার দিকে বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি এখনো ঘটনাস্থলে আছি দোকানের সাইনবোর্ডও পুড়ে যাওয়ায় এখন নামটা বলতে পারছিনা। সব তথ্য পরে জানাবেন বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার পর পর উল্লেখিত স্থানে গিয়ে অগ্নিকান্ডের ঘটনায় সৃস্ট তীব্র যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করি এবং বর্তমানে আগুন নিযন্ত্রণে চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই 

আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ

হাটহাজারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে একটি লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৮ অক্টোবর) বেলা ১ টার দিকে পৌরসভার মুরগীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে উল্লেখিত স্থানের ইসলামিয়া মেট্রেস নামক লেপতোষকের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে পাশের আবুল কালাম হার্ডওয়ার নামক প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ইসলামিয়া মেট্রেস নামক দোকানটির সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এবং পেছনের থাকা তাদের দোকানের গোডাইনে রক্ষিত মালামাল আগুনে পুড়ে প্রচুর ক্ষয়-ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা জানান, অগ্নিকান্ডে তাদের অন্তত ১৫/২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ঘটনাস্থলে ছুটে যান।

ক্ষতিগ্রস্ত দোকানের আশেপাশের লোকজন জানায়, দোকান কর্মচারীদের অবহেলার কারনে হযতো এ ঘটনা ঘটেছে। তারা বলেন প্রায় প্রতিবছরই উল্লেখিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও মানুষ সচেতন হয়না। যেখানে দোকানগুলো তৈরী করা হয়েছে ওটা একটা প্রাচীন দিঘীর পাড়। দিঘীর পাড়ে ছিলো কবরস্থান। দিঘী ভরাট করে দোকান আর পাড়ের সেই কবরস্থান নিশ্চিহ্ন করে গড়ে তোলা হযেছে বড় বড় দালান ও ব্যবসা প্রতিষ্ঠান, দোকানঘর।

এ অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি। উৎসুক জনতার ভিড়ের কারনে আগুন নিযন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান এ প্রতিবেদককে বেলা ২ টার দিকে বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি এখনো ঘটনাস্থলে আছি দোকানের সাইনবোর্ডও পুড়ে যাওয়ায় এখন নামটা বলতে পারছিনা। সব তথ্য পরে জানাবেন বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার পর পর উল্লেখিত স্থানে গিয়ে অগ্নিকান্ডের ঘটনায় সৃস্ট তীব্র যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করি এবং বর্তমানে আগুন নিযন্ত্রণে চলে এসেছে।