সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব
- আপডেট সময় : ১০:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 60
ঢাকা: পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রথম সফর করেন মো. জসীম উদ্দিন। এবার তিনি দ্বিতীয় সফরে রাশিয়া যাচ্ছেন।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া সফরের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। আগামী ২২ অক্টোবর তিনি ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।