সংবাদ শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / 255
সুমন- সভাপতি, জুবেদ- সম্পাদক
কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুয়েতস্হ সুয়েখ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২০২৩–২০২৪ সেশনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশ আংশিক কমিটি ঘোষণা করেন। মঈন উদ্দিন সরকার সুমন(সময় টিভি) সভাপতি, আ হ জুবেদ(বাংলা টিভি) সাধারণ সম্পাদক ও সাদেক রিপন(৭১টিভি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিন (আরটিভি), সহসভাপতি আল আমিন রানা (মাইটিভি),যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেজবু(যমুনা টিভি),প্রচার সম্পাদক মহসিন পারভেজ (ডিবিসি),মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমী(জয়যাএা), দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক পাভেল(দৈনিক কালবেলা),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার (এসএটিভি),আপ্যায়ন সম্পাদক মোশাররফ হোসেন (চ্যানেল আই ও দৈনিক ইওেফাক),তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিসান মাহমুদ (জাগো নিউজ), আলোকচিত্র সম্পাদক কাউসার আহমেদ বিহন(স্বাধীন বাংলা), ক্রীড়া সম্পাদক শাহ করিম(বাংলার বার্তা) সদস্য মহিন আহমেদ, দেবু মজুমদার, সুমন আহমেদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।