আগামী জাতীয় নির্বাচনের আগে সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার উপস্থিত ছিলেন।
প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কী হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘প্রবাসী নাগরিকদের এনআইডি দেওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য এবং সৌদি আরবে কাজ করার অনুরোধ জানিয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবের প্রবাসীদের নিয়ে কাজ শুরু হবে। প্রবাসের এ দুটো দেশের কাজ ভোটের আগে হবে।’