মার্টিনেজ এখন ঢাকায়
- আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / 367
কাতারের মাটিতে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যতটা অবদান ছিল লিওনেল মেসির, তার থেকে কিছু কম ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। এই গোলরক্ষকের ফাইনালে সেই ১২৩ মিনিটের অবিশ্বাস্য সেইভ এখনো আর্জেন্টাইন ভক্তদের মনে রয়েছে। আলবিসেলস্তেদের ফুটবল ইতিহাসে মার্টিনেজ অমর হয়ে থাকবেন। বিশ্বকাপজয়ী কিংবদন্তী এ আর্জেন্টাইন গোল রক্ষক আজ সকালে এসে পৌঁছেছেন ঢাকায়।
একদিনের সফরে আজ সোমবার (৩ জুলাই) বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে। বিশ্বকাপজয়ী তারকাকে কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ভারতে আনতে যোগাযোগ করলে, সে বাংলাদেশেও আসতে চায় বলে জানায়। এর আগে বাংলাদেশে আসা নিয়ে ২৯ মে তার ফেসবুক পেজ থেকে আসার খবর নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রিয় এ ফুটবলার নিজ দেশে আসলেও তাঁর সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন না তারা। কেননা এ ধরণের কোনো আয়োজনের ব্যবস্থা রাখেননি আয়োজকরা। তাই আজ ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মার্তিনেজ সোজা ধরেছেন হোটেলের পথ।
মার্তিনেজের আজকের সফরসূচিতে তাঁর একটি বাণিজ্যিক অফিস পরিদর্শনের কথা রয়েছে। এরপর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকাল সাড়ে চারটার দিকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাদেশে আসার বিষয়ে অ্যাস্টন ভিলার এই গোলকিপার এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।’