পাকিস্তানের আকাশে ঢুকে গেলো ভারতের বিমান!
- আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / 156
গভীর নিম্নচাপের জেরে উত্তর ভারতে শুরু হয়েছে তুমুল বর্ষণ। খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে একাধিক বিমান। প্রতিকূল আবহাওয়ার ফলে অনেক বিমান সঠিক সময়ে নামতে পারেনি।
রোববার শ্রীনগর জম্মুর একটি ইন্ডিগো বিমান আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি নির্দিষ্ট বিমানবন্দরে। ফলে, মাঝ আকাশেই দীর্ঘক্ষণ চক্কর দিচ্ছিল বিমানটি। এমনকি খারাপ আবহাওয়ার কারণে সীমানা ভেদ করে পাকিস্তানের আকাশে ঢুকে পড়তে বাধ্য হয়।
পরে অমৃতসরে অবতরণ করে বিমানটি। সূত্রের খবর, জম্মু বিমান বন্দরে নামার কথা ছিল ওই বিমানের। কিন্তু আবহাওয়ার কারণেই ঘটে এমন বিপত্তি।
বিমানটি নিরাপদে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইন্ডিগোর কর্তারা। ইন্ডিগো বিমানের এক কর্তার কথায়, বেশিক্ষণ পাকিস্তানের আকাশে চক্কর দিতে হলে বড় বিপদে পড়তে পারত বিমানটি। হতে পারত নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও।