সংবাদ শিরোনাম :
কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

- আপডেট সময় : ০৪:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / 321
হবিগঞ্জ: কানাডায় ইয়েসিন মোহাম্মদ খান ফাহিম নামে বাংলাদেশি এক শিক্ষার্থী মারা গেছেন।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের জসীম খানের ছেলে।
গত ২৬ এপ্রিল কানাডার স্থানীয় পুলিশ দেশটির মন্ট্রিয়ল শহরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিন বছর আগে ফাহিম উচ্চ শিক্ষার জন্য কানাডায় যান। ফাহিমের সহপাঠিরা ২৬ এপ্রিল তার বাসায় গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ তথ্য জানিয়েছেন মৃত ফাহিমের মামা সৈয়দ মোস্তাক আহমেদ। তবে কি কারণে তার মৃত্যু হলো সে তথ্য জানা যায়নি।
যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মন্জুর আহ্সান বলেন, এ বিষয়ে এখনও দাপ্তরিকভাবে কিছু জানতে পারিনি। খোঁজ নিয়ে তার পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
নিউজটি শেয়ার করুন
