রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ৯২ ব্যাচ এর মিলন মেলা
- আপডেট সময় : ০৪:৪৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / 312
“জীবন ফুরিয়ে যাবে কালের খেয়ায়, বন্ধুত্ব রয়ে যাবে যুগযুগান্তের ধারায়। শরতের কাশফুলের হিমেল ছোঁয়ায়, হারিয়ে যেতে চাই আজ বন্ধুত্বের মেলায়” রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের এস,এসসি ৯২ ব্যাচের সদস্যরা দীর্ঘ ৩০ বছর ধরে তাদের বন্ধুত্বের শিকর শক্ত করে আঁকড়ে ধরে এক অপরের সুখে দুঃখের সাথী হয়ে জীবনের বাঁকে বাঁকে মিশে আছে তাদের তারুণ্যের গল্প মাখা ইতিহাস। “”রণে, বনে,জলে জঙ্গলে যে, যেখানে যখন ই যে দিয়েছে ডাক, সবাই মিলে এক হয়ে গেয়ে যাচ্ছে ভালোবাসার জয়গান “” ৯২ ব্যাচ ইতিমধ্যে সামাজিক, মানবিক কর্মকান্ডে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন, প্রতি বছর ই খেলাধুলা, নৌভ্রমণ, বনভোজন, প্রীতি ভোজন, আয়োজন করে একে অপরের সাথে মিশে আছে তারা। গত শুক্রবার দুপুরে তাদের প্রিয় বিদ্যাপীঠ রামচন্দ্রপুর রাম কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গনে ৯২ ব্যাচ এর আনন্দঘন পরিবেশে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৯২ ব্যাচ এর আলোকিত মানুষ, বিশিষ্ট ব্যাংকার, কবি কাজী আবু তাহের, কাজী শাহাদাত হোসেন, নাজমুল হাছান, আলমগীর হোসেন, সামছুজ্জামান বাবু, মো: সফিকুল ইসলাম মাষ্টার, মো: আলী হোসেন, মো: মারুফ হোসেন, সফিকুল ইসলাম (কাঠালিয়াকান্দা), মো: জামান মিয়া, মো: জাকির হোসেন, কামাল হোসেন (বালুয়াকান্দি), বলাই চন্দ্র রায়, আনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন, শাহীন, আবুল কাশেম, উত্তম দেবনাথ, তাজুল ইসলাম, আব্দুল কাদের, আ.হ.ম. জামাল, খলিল, বাহাদুর, মাহবুব, শাহ আলম (আমিননগর), শাহ আলম (রামচন্দ্রপুর), আবুল খায়ের, অনন্ত সরকার, হরিনারায়ণ, কামরুল (ফরদাবাদ) মামুন ও রঞ্জনসহ আরো অনেকে। প্রীতিভোজ শেষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আলোচনা অনুষ্ঠানে তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়।