শাহজালালে সোয়া ৪ কোটি টাকার সোনা উদ্ধার
- আপডেট সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / 199
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি ১২৮) থেকে প্রায় সোয়া চার কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফ্লাইটটিতে অবৈধভাবে সোনা বহন করা হচ্ছে। এরপর উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানের ভেতরে ওয়াশ রুমে গিয়ে বিশেষভাবে লুকানো ৪০টি সোনার বার উদ্ধার করে। এসব সোনার বাজারমূল্য আনুমানিক তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।