দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর ২ যুবক
- আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 312
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২২) ও একই উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. শুভ (২৪)।
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মো. মামুন বলেন, নিহত দুই যুবক দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশির দোকানে কাজ করতেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে তারা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী দুজনের মৃত্যুর খবর শুনেছি। তাদের সেখানে জানাজা শেষে বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।