বাংলাদেশ থেকে ১ হাজার কর্মী নেবে রোমানিয়া
- আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / 231
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে আরও ১ হাজার কর্মী নেবে। সোমবার রাজধানীর উত্তর বারিধারা ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশের রিক্রটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি কার্যালয়ে রোমানিয়ার সাথে কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সফররত রোমানিয়ার বিখ্যাত কোম্পানি এসসি ট্রান্স গ্রুপ অ্যাগাপিয়ার প্রতিনিধিদল। অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন আগাপিয়ারের পক্ষে নারসিস গুস্তো ও এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের পক্ষে সিইও লোকমান শাহ।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিকল্প জনশক্তি খোঁজার যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় নানা প্রতিকূলতা কাটিয়ে পূর্ব ইউরোপের দেশটিতে বৈধভাবে লোক পাঠানোর উদ্যোগ নিয়েছে এশিয়া কন্টিনেন্টাল।
এদিকে রোমানিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জনশক্তিকে কারিগরিভাবে দক্ষ করে পাঠানোর উপর জোর দেন সফররত রোমানিয়ার প্রতিনিধিদলের প্রধান নারসিস গুস্তো।