শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জেদ্দা থেকে অভিনব কৌশলে স্বর্ণের প্লেট বহন করে আনলেও শেষ রক্ষা হয়নি প্রবাসী খোরশেদ আলমের।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কাস্টমের হাতে ধরা পড়তে হলো তাকে। স্বর্ণের চালানের উ?স জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে সোর্পদ করা হয় বিমানবন্দর থানায়।
এরআগে ঢাকা কাস্টম হাউজ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ঢাকায় অবতরন করে। তার আগেই কাস্টম কমিশনারের মাধ্যমে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় কাস্টম কর্মকর্তারা। সোর্সের দেয়া শনাক্তকারী যাত্রীকে তারা গ্রীন চ্যানেল পার হওয়ার আগেই আটক করতে সক্ষম হন। যাত্রী খোরশেদ আলমের হাত ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো এক কেজি ওজনের গোল্ডের প্লেট উদ্ধার করা হয়। যার মূল্যে প্রায় ৬০ টাকা।
কাস্টম হাউজের সহকারী পরিচালক (এডি) সোলায়মান সাইফ হোসাইন জানান, কাস্টম হাউজের ঢাকার বি শিফট ও প্রিভেনটিভ দলের সহযোগিতায় গোল্ডের প্লেটসহ যাত্রীকে আটক করা হয়।