সংবাদ শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী

- আপডেট সময় : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 234
২৪ মে ২০২৩, ১১:১০ মিনিট:
মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে (২টা ৫৯ মিনিট) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৪৪৭৮ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
নিউজটি শেয়ার করুন
