বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

- আপডেট সময় : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 32
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গত ২৬ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে।
তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয় পতাকাবাহী সংস্থার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।
আজ বুধবার (২৭ আগষ্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
নিউজটি শেয়ার করুন
