ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে : তারেক রহমান

  • আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 4
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক; আমরা চাই না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে; এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত। মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভীত তৈরি করতে চাই।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক; আমরা চাই না, আমি চাই না।

শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তুলতে চাই, যাতে ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে- এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাবো আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া- এই তিন মন্ত্রণালয় সারাবছর একসাথে কাজ করবে।

ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব- এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেবো।

কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই- এমন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে : তারেক রহমান

আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক; আমরা চাই না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে; এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত। মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভীত তৈরি করতে চাই।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক; আমরা চাই না, আমি চাই না।

শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তুলতে চাই, যাতে ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে- এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাবো আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া- এই তিন মন্ত্রণালয় সারাবছর একসাথে কাজ করবে।

ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব- এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেবো।

কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই- এমন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।