আরবী ভাষায় দক্ষতা না থাকায় ৯৮% নারী কর্মী বিদেশে কাংখিত মজুরী পাচ্ছেন না

- আপডেট সময় : ১২:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 59
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) মো: আশরাফ হোসেন বলেন, প্রতিবছর প্রায় ১২ লাখের মতো কর্মী বিদেশে পাড়ি জমাচ্ছেন। তারমধ্যে ৭ লাখই নবীন। বিএমইটি’র হিসাবে গত ১০ বছরে বিদেশ গমন করেছেন ৮১ লক্ষ ৬৯ হাজার ১২০ জন কর্মী। এর প্রায় ৭৭% পুরুষ এবং ৯৮% নারী কর্মী আরবি ভাষাভাষি দেশে গিয়েছেন। যাদের অধিকাংশেরই আরবি ভাষায় দক্ষতা না থাকার কারনে কর্মস্থলে যেমন বেগ পেতে হয়েছে, তেমনি তারা কাঙ্ক্ষিত মজুরি পাননি। উল্টো তাদের নিম্নমানের কাজ করতে হয়েছে।
গতকাল (শনিবার, ২৩ আগষ্ট) সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন : প্রেক্ষিত সৌদি আরব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ, রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের অধ্যক্ষ, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা শিক্ষা অফিসার।
প্রধান অতিথি আশরাফ হোসেন বলেন, দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা প্রবাসী কর্মীদের আত্নমর্যাদা, সম্মান ও বেতন ভাতা প্রাপ্তিতে বহুলাংশে সহায়ক হয়ে থাকে। একজন মানব শিশু গড়ে ৫ টি ভাষা শিখতে সক্ষম। ইউরোপের অনেক দেশেই ৩ টি ভাষা প্রাতিষ্ঠানিকভাবে শিখানো হয়। কিন্তু বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা চালু থাকলেও সেখানে আরবি ভাষা শেখার কোনো কারিকুলাম নাই। ফলে আরবি ভাষা শিক্ষা থেকে আমাদের শিশুরা তথা আগামী দিনের প্রবাসী কর্মীরা বঞ্চিত হচ্ছেন।
সেমিনারে অনুষ্ঠানের সভাপতি রাজশাহী জেলা প্রশাসকও আরবি ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন, সৌদি আরবে দক্ষ জনশক্তি প্রেরণের জন্য ৫৭ টি টিটিসিকে সেপ্টেম্বর মাসের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণের সক্ষমতা অর্জনের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে।
নিরাপদ অভিবাসনের জন্য তিনি দক্ষতার পাশাপাশি রিক্রুটিং এজেন্সির দাপ্তরিক ঠিকানা যাচাই করে সকল প্রকার আর্থিক লেনদেন উক্ত এজেন্সির অফিসিয়াল একাউন্টের মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেন।
রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
