সংবাদ শিরোনাম :
আমিরাতে ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব না: রাষ্ট্রদূত তারেক আহমদ

- আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 127
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
সোমবার (১০ মার্চ) দূতাবাসে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক শাহজাহান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ, সদস্য আশিকুল ইসলাম ও মোশাররফ হোসেন।
মতবিনিময় সভায়, প্রবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতারা। বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা, প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
নিউজটি শেয়ার করুন
