সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক

- আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 19
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ (২ জুলাই) বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি (পি) শাখায় কর্মরত। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি সরকারি গেজেট ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
