শরীয়তপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / 434
শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেবাগ্রহীতাকে হয়রানি করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় এক আনসার সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেলে দুদকের উপপরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের উপপরিচলক আতিকুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য আছে। পরে সেখানে বিশেষ অভিযানে যাই। সেখানে গিয়ে আমরা বেশকিছু গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলেছি।। তাদের কাছ থেকে দালালের মাধ্যমে অতিরিক্ত তিন হাজার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এতে অফিসের একজন আনসার সদস্য জড়িত থাকার প্রমাণ পেয়েছি। ওই আনসার সদস্যকে মঙ্গলবারই (১৩ জুন) প্রত্যাহারের চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিস শরীয়তপুরের সহকারী পরিচালক নাজমুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।
নিউজটি শেয়ার করুন













