ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন
- আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 10
প্রবাসী কণ্ঠ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৫ আসনে ধানের শীষে প্রতীক পেলেন মো. নবী উল্লা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে একটি চিঠি পেয়েছেন তারা।ঢাকা-৫ বিএনপির প্রার্থী মো. নবী উল্লা বলেন, গত ১৮ বছর পর নির্বাচনে করতে যাচ্ছি। আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য বসে আছে। আমি ঢাকা-৫ আসনে বাসিন্দা। জনগণ আমাকে ভালোবাসে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয়ী হব
প্রতীক পেয়ে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি সব জনগণকে অভিনন্দন জানাব। জুলাই আহতদের নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে।
নিউজটি শেয়ার করুন















