গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসক সংকট, রোগিরা দিশেহারা
- আপডেট সময় : ০৯:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 26
মোঃ শাহজাহান শেখ, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
গোয়ালন্দ উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অংশবিশেষ নিয়ে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স গঠিত। যার জণসংখ্যা ২১৭০০০। নদীভাঙ্গন অঞ্চল ও প্রান্তিক পর্যায়ের নিরীহ জনগণ স্বাস্থ্য সেবা নিতে এসে বিভিন্ন প্রকার হয়রানির মুখে পডছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৪ জন চিকিৎসক পদের বিপরীতে ২ জন চিকিৎসক কর্মরত আছে। এখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার নেই। বর্তমানে দুইজন চিকিৎসকের মধ্যে একজন অজ্ঞান ও আর একজন নাক কান গলা বিভাগের চিকিৎসক দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে চিকিৎসা ব্যবস্থা চলছে।
হাসপাতালে অপারেশন থিয়েটার ও আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন থাকা সত্ত্বেও জনবল ও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বহিঃ বিভাগে উপসহকারী চিকিৎসক দিয়ে শতাধিক মা ও শিশু এবং অন্যান্য রোগী দেখানোর ব্যবস্থা করা হয়।
জরুরী বিভাগে মালি, নাইটগার্ড আউটসোর্সিং এর লোক দিয়ে রাত্রি কালিন সময়ে সেলাই অপারেশন ও ব্লাড প্রেসার মাপা হয়। অন্তঃবিভাগে আবাসিক মেডিকেল অফিসার না থাকায় সকাল আটটায় রোগী দেখার কাজ ও উপরের সরবরাহকৃত পথ্য যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ সম্পূর্ণ হয় না। পথ্য টেন্ডারের কাজ বছর শেষ হয়ে চার মাস অতিক্রম করলেও তাহার দিকে নজর নেই প্রশাসনের।
অন্তঃবিভাগে ভর্তি হওয়া রোগী মোহাম্মদ সালাম শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন উপরের খাদ্য ভালো নয়, নিম্নমানের চাউল এবং পাঙ্গাস মাছ এর তরকারি রান্না করে দিয়ে থাকেন। যা খাওয়ার অযোগ্য।
বহিঃ বিভাগে সেবা নিতে আসা রোগী মোহাম্মদ রুবেল শেখ এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এখানকার চিকিৎসা ব্যবস্থা উপসহকারী চিকিৎসক (সেকমো) এর বাইরের এন্টিবায়োটিক ঔষধ ও বিভিন্ন প্রকার পরীক্ষা-নিরীক্ষা লিখে দিয়ে থাকেন। আমরা গ্রামের অসহায় মানুষ যা আমাদের পক্ষে সম্ভব নয়।
ঔষধ কোম্পানির প্রতিনিধির দ্বারা চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের অহেতুক হয়রানি বন্ধের অভিযোগ প্রসংগে এলাকার লোকজন বলছেন, আমরা এসব অনিয়ম বন্ধের দাবি জানাচ্ছে।
এসব অভিযোগ প্রসংগে জেলার সিভিল সার্জন এর কাছে জানতে চাইলে তিনি প্রবাসী কণ্ঠ পত্রিকার সাংবাদিককে বলেন, জনবল ও চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটি সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। চিকিৎসকের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন









