অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দ. কোরিয়া

- আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 222
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, তৈরি পোশাক খাত, ইপিএসের আওতায় কর্মী পাঠানো, জনগণের মধ্যে যোগাযোগ, রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উভয়পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মুক্ত বাণিজ্যের প্রচার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করা এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করার জন্য সন্তোষ প্রকাশ করেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান তৌহিদ হোসেন।
নিউজটি শেয়ার করুন
